আফগান রোষে কাজ হারালেন মহিলা সঞ্চালক

author-image
Harmeet
New Update
আফগান রোষে কাজ হারালেন মহিলা সঞ্চালক

​নিজস্ব সংবাদদাতাঃ আফগান রোষে কাজ হারালেন মহিলা সঞ্চালক। তালিবান-শাসনে মহিলারা কাজ করতে পারবেন। আফগানিস্তান দখলের পর আশ্বাস দিয়েছিলেন তালিবান মুখপাত্র জয়বুল্লা মুজাহিদ। বাস্তবে দেখা গেল উল্টো ছবি। সরকারি চ্যানেলে কাজ হারালেন এক মহিলা সঞ্চালক। গত সপ্তাহেই কাজে যোগ দিয়েছিলেন আফগানিস্তানের সরকারি চ্যানেলের মহিলা সঞ্চালক খাদিজা আমিন। তাঁর দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গতকাল জানিয়ে দেয়, তালিবানের নির্দেশে মহিলারা চ্যানেলে কাজ করতে পারবেন না। অন্যদিকে, বেসরকারি চ্যানেলটির তরফে গতকালই এক মহিলা সঞ্চালককে তালিবান নেতার সাক্ষাত্কার নিতে দেখা যায়।