নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে গণতন্ত্রের জয় হিসেবে বর্ণনা করেছেন একনাথ শিন্ডে

author-image
Harmeet
New Update
নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে গণতন্ত্রের জয় হিসেবে বর্ণনা করেছেন একনাথ শিন্ডে

নিজস্ব সংবাদদাতাঃ শিবসেনাকে নিয়ে বড় সিদ্ধান্ত দিল নির্বাচন কমিশন। কমিশন শিবসেনা দলের নাম ও প্রতীক একনাথ শিন্ডে গোষ্ঠীর কাছে রাখার নির্দেশ দিয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি কমিশনের এই সিদ্ধান্তকে বালাসাহেব ঠাকরের আদর্শের জয় বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, 'আজকের জয় বালাসাহেব ঠাকরের ভাবনা ও গণতন্ত্রের। একই সঙ্গে এই বিজয় সত্যের। আমরা লড়াই করেছি, আজকের বিজয় তারই প্রতীক। আজকের জয় বালাসাহেব ঠাকরে ও আনন্দ দিঘের চিন্তাধারার জয়। " তিনি আরও বলেন, "এটা লক্ষ লক্ষ শিবসৈনিকের জয়। আজকের সিদ্ধান্ত প্রমাণ করেছে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তা সঠিক। এদেশের আইন রাষ্ট্রের সংবিধান অনুযায়ী কাজ করে। আমরা বিরোধীদের সমালোচনার জবাব দিতে চাই না। "