মুখ্যমন্ত্রীর কথা রাখতে আবাসের বাড়ি ফিরিয়ে দিলেন তৃণমূল কর্মী!

author-image
Harmeet
New Update
মুখ্যমন্ত্রীর কথা রাখতে আবাসের বাড়ি ফিরিয়ে দিলেন তৃণমূল কর্মী!

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : প্রয়োজন থাকলেও আবাস যোজনার বাড়ি ফিরিয়ে দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৩ নম্বর অঞ্চলের অন্তর্গত এলুনি গ্রামের বাসিন্দা সুভাষ কোল্যা। তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর থেকেই এলাকায় দলের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত তিনি। দল করতে গিয়ে বেশ কয়েক বছর বাড়ি ছাড়া থেকেছেন তিনি। দলের জন্যই সর্বদা কাজ করে এসেছেন। শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ ছিল, আগে সাধারণ মানুষ আবাস যোজনার বাড়ি পাবে। সেই কথা মেনে আজ প্রয়োজন থাকলেও আবাস যোজনার বাড়ি ফিরিয়ে দেন তিনি। ওই অঞ্চলেরই আরেক তৃণমূল কংগ্রেস কর্মী তুষার ঘোষ জানান, ''সুভাষ দলের একনিষ্ঠ কর্মী। ভাঙা বাড়িতে থাকলেও নেত্রীর কথা শুনে তিনি নিজের বাড়ি প্রত্যাখ্যান করেছেন। আমরা কুর্নিশ জানাই সুভাষের এই ত্যাগকে।'' এক নজরে দেখা গেলে দেখা যায় যে ওই তৃণমূল কর্মীর বাড়ি কাঁচা ও তার ছাউনি ত্রিপলের, কোনওরকম ভাবে জীবন যাপন করছেন। তবুও নেত্রীর নির্দেশকে যেন ভগবানের বাণী মনে করেন সুভাষ। তার এই কর্মকাণ্ডে অনেকটাই অক্সিজেন পাবে অন্যান্য তৃণমূল কর্মী- সমর্থকরা।