জার্মান বিমানবন্দরে ধর্মঘটের কারণে প্রায় ৩ ০০,০০০ যাত্রী ক্ষতিগ্রস্ত

author-image
Harmeet
New Update
জার্মান বিমানবন্দরে ধর্মঘটের কারণে প্রায় ৩ ০০,০০০ যাত্রী ক্ষতিগ্রস্ত

নিজস্ব সংবাদদাতাঃ জার্মানির সাতটি বিমানবন্দরে শুক্রবার ২৪ ঘণ্টার ধর্মঘটে প্রায় তিন লাখ যাত্রী ক্ষতিগ্রস্ত। হামবুর্গ বিমানবন্দরের এক মুখপাত্র বলেন, "আজ সকালে টার্মিনালগুলো খালি ছিল, ক্ষতিগ্রস্ত ৩২,০০০ যাত্রীর মধ্যে খুব কম যাত্রী উপস্থিত ছিলেন।" ব্রেমেন, ডর্টমুন্ড, ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ, হ্যানোভার, মিউনিখ ও স্টুটগার্ট বিমানবন্দরে প্রায় ২ হাজার ৩৪০টি ফ্লাইট বাতিল হওয়ায় ২ লাখ ৯৫ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। উল্লেখ্য, জার্মান ট্রেড ইউনিয়ন ভার্ডি ধর্মঘটের ঘোষণা দেয়। তারা জানিয়েছে যে গ্রাউন্ড সার্ভিস কর্মী, পাবলিক সেক্টরের কর্মকর্তা এবং বিমান নিরাপত্তা কর্মীদের সম্মিলিত দরকষাকষির প্রচেষ্টায় খুব কম অগ্রগতি হয়েছে।