নিজস্ব সংবাদদাতাঃ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক থেকে ১০ দিন ব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে শুক্রবার ভারতে ফিরেছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) ৪৭ সদস্যের একটি দল, ডগ স্কোয়াডের সদস্য র্যাম্বো ও হানি। উল্লেখ্য, শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ককে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ভারত। এনডিআরএফের ৫০ জনেরও বেশি কর্মী এবং বিশেষভাবে প্রশিক্ষিত ডগ স্কোয়াড সহ প্রয়োজনীয় সরঞ্জাম, চিকিৎসা সরঞ্জাম, ড্রিলিং মেশিন এবং ত্রাণ প্রচেষ্টার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সহ ভারতীয় বিমান বাহিনীর একটি সি ১৭ ফ্লাইট তুরস্কের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর ভারত 'অপারেশন দোস্ত' ঘোষণা করে এবং 'দোস্ত' দেশে ত্রাণ ও মানবিক সহায়তাসহ অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য ৬০ প্যারা ফিল্ড হাসপাতাল এবং এনডিআরএফ স্থাপনের জন্য ভারতীয় সেনাবাহিনীর একটি দল প্রেরণ করে।