আদানি ইস্যুতে অটল বিহারী বাজপেয়ীর প্রসঙ্গ টেনে আনলেন মুখ্যমন্ত্রী

author-image
Harmeet
New Update
আদানি ইস্যুতে অটল বিহারী বাজপেয়ীর প্রসঙ্গ টেনে আনলেন মুখ্যমন্ত্রী



নিজস্ব সংবাদদাতাঃ আদানি ইস্যুতে সম্প্রতি লাগাতার অশান্ত হয়ে ওঠে রাজ্যসভা ও লোকসভা। আদানি ইস্যুতে কেন্দ্রীয় সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন নিশ্চুপ? সেই নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এবার এই প্রসঙ্গে মন্তব্য করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেইসঙ্গে টেনে আনলেন প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর প্রসঙ্গ। তিনি বলেন, 'সংসদের প্রতিটি সদস্য এবং দলের যে কোনও ইস্যুতে কথা বলার অধিকার রয়েছে। আমরা যখন সংসদে ছিলাম, তখন আমাদের কথা শোনা যেত। আমরা যখন সরকারে ছিলাম, তখনও প্রাক্তন প্রধানমন্ত্রী অটলজি বিরোধীদের কথা শুনতেন। মোদী সরকার যদি আদানি বিতর্ক প্রত্যাখ্যান করে তবে এটি অবশ্যই অভ্যন্তরীণ বিষয় হবে।'