নিজস্ব সংবাদদাতাঃ অ্যাডিনো ভাইরাসের দাপট শহরজুড়ে। কলকাতাজুড়ে বেলাগাম সংক্রমণ, শিশু হাসপাতালের আইসিইউয়ে বেডের সংকট বাড়ছে। সূত্রে খবর, আইসিইউয়ে বেডের জন্য হাহাকার, উপচে পড়ছে জেনারেল বেড। সংকট সামাল দিতে কোথাও কোথাও এক জেনারেল বেডে ২জন শিশুর চিকিৎসা চলছে। জানা গিয়েছে, সর্দি, কাশি, জ্বর, ফুসফুসের সংক্রমণে কলকাতা মেডিকেলে দেড় মাসে ৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এই রোগের জন্য আবহাওয়ার বদল থেকে ইমিউনিটির সমস্যাকেই দায়ী করছেন চিকিৎসকরা।