নিজস্ব সংবাদদাতাঃ শনিবার আরও ১২টি চিতা (সাতটি পুরুষ ও পাঁচটি মহিলা) ভারতে স্থানান্তরিত করা হবে, যার ফলে চলমান চিতা পুনঃপ্রবর্তন পরিকল্পনার অধীনে দেশে মোট চিতাবাঘের সংখ্যা ২০ এ পৌঁছাবে। ভারতীয় বিমান বাহিনীর সি-১৭ গ্লোবমাস্টার বিমানে করে দক্ষিণ আফ্রিকা থেকে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে ১২টি চিতার নতুন ব্যাচ আসবে। বৃহস্পতিবার সকালে উত্তর প্রদেশের হিন্ডন বিমানঘাঁটি থেকে চিতাদের নিতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেয় ভারতীয় বায়ুসেনার বিমানটি। জানা গিয়েছে, ভারতে পৌঁছানোর পরে ১২ টি চিতাকে কুনো জাতীয় উদ্যানে বিশেষভাবে তৈরি ঘরগুলোতে রাখা হবে যাতে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের সময়কাল সম্পন্ন করা যায়।