নিজস্ব সংবাদদাতাঃ ইএমআই বা Equated Monthly Installment হল একটি পদ্ধতি যেখানে ঋণগ্রহীতা মোট যত টাকা ঋণ নিয়েছেন, তা সুদ সহ ব্যাঙ্ককে নির্দিষ্ট মাসিক কিস্তিতে মিটিয়ে দেওয়া যায়। ইএমআই পেমেন্টের মধ্যে আপনার ঋণ নেওয়া আসল ও সুদ উভয়ই ধরা থাকে। কত টাকা লোন আপনি নেবেন বা কত সময়ের মধ্যে তা ব্যাঙ্ককে শোধ করবেন, তার উপর ইএমআই নির্ভর করে। এডুকেশন লোনের সীমা অবশ্য প্রতি ব্যাঙ্কের ক্ষেত্রে পৃথক। সবথেকে বড় সুবিধেটি হল, কোর্স শেষ হওয়ার পর থেকে ঋণ পরিশোধ শুরু করতে হয়। কতদিন পর থেকে ঋণ শোধ করা শুরু করতে হবে কিংবা কতদিন ধরে এই ঋণ পরিশোধ করা যাবে, তার সময়সীমা ব্যাঙ্কই ঠিক করে।