আর্মপিটে ব্যবহার করুন টোনার!

author-image
Harmeet
New Update
আর্মপিটে ব্যবহার করুন টোনার!

​নিজস্ব সংবাদদাতাঃ  আর্মপিটে টোনার ব্যবহার ধীরে ধীরে ট্রেন্ড হচ্ছে ঠিকই। কিন্তু জনপ্রিয়তাও পাচ্ছে সেই কথাও নিশ্চিত। কারণ, এটি সত্য়িই কাজ করে। আসলে ঘাম হওয়ার জন্য কিন্তু আপনার আর্মপিটে গন্ধ হয় না। আপনার আন্ডারআর্মে আগে থেকেই কিছু ব্যাকটেরিয়া থাকে। তাদের সঙ্গে বিক্রিয়া করেই ঘাম থেকে গন্ধ বের হয়। অনেকের খুবই খারাপ গন্ধ বের হয়। শরীরের এই অংশ থেকে যদি আপনি ব্যাকটেরিয়া এবং মৃত কোষ সহজেই সরিয়ে দিতে পারেন, তবে সমস্যা সমাধান হতে পারে।






ফেসিয়াল টোনারের অন্যতম কাজ হল ত্বকছিদ্রের ভিতরে ব্যাকটেরিয়া ধ্বংস করা। মৃত কোষকে এক্সফোলিয়েট করা। ত্বকের পিএইচ ভারসাম্য রক্ষা করা। একইভাবে আপনি যখন এটি আর্মপিটে লাগাচ্ছেন, তখন ব্যাকটেরিয়া ধ্বংস করছে টোনার। ফলে গন্ধ বের হচ্ছে না। আর্মপিটের গন্ধ দূর করার অন্যতম উপায় এটি। শুধুমাত্র ব্যাকটেরিয়া সরিয়ে ফেলবে তা নয়, এমনকী আন্ডারআর্মের ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখবে। ফলে প্রচণ্ড ঘাম হওয়া বন্ধ হতে পারে। টোনিং করার পরে আপনি ডিওডোরেন্ট ব্যবহার করতে পারেন অতিরিক্ত সুরক্ষার জন্য।