তাজিকিস্তানে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫

author-image
Harmeet
New Update
তাজিকিস্তানে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫

নিজস্ব সংবাদদাতাঃ তাজিকিস্তানের পূর্বাঞ্চলে একের পর এক তুষারধসে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে মধ্য এশিয়ার দেশটির সরকার। যার ফলে গত দুই দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে এবং শত শত পরিবার তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। তুষারধসের বেশির ভাগই চীন ও আফগানিস্তানের সীমান্তবর্তী গোর্নো-বাদাখশান স্বায়ত্তশাসিত অঞ্চলে আঘাত হেনেছে এবং যেখানে ৪০০ টিরও বেশি পরিবারকে বিপজ্জনক এলাকা থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছে। তুষারধসের কারণে ঘরবাড়ি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সব ধরনের আন্তর্জাতিক যান চলাচল স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। প্রাদেশিক রাজধানী খোরোগের মেয়র রিজো নাজারজোদা ভারী তুষারপাত ও বৃষ্টিপাতের কারণে ৩০ হাজার বাসিন্দাকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।