নিজস্ব সংবাদদাতাঃ ত্রিপুরায় চলমান ভোট নিয়ে এবার মুখ খুললেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণ। ত্রিপুরায় কংগ্রেসের জয় নিয়ে আশাবাদী তিনি। তিনি বলেন, 'গণতন্ত্রের জয়, আজ ত্রিপুরাবাসী সুনিশ্চিত করবে। শত বাধা দানের পরেও আমার বিশ্বাস গণতন্ত্রের জিত হবেই।' নির্বাচন কমিশনের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, 'রাজ্যের আধিকারিকরা হোক বা পুলিশ, অথবা যে প্যারা মিলিটারিরা বাইরে থেকে এসেছে তাঁদের উচিৎ যাতে সকলে সুষ্ঠুভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে তা সুনিশ্চিত করা।' সুদীপ রায় বর্মণের অভিযোগ, 'প্রচুর মানুষকে তাড়িয়ে দেওয়া হয়েছে। মহিলার মাথা দিয়ে রক্ত ঝড়ছে। তারপরেও সে ভোটকেন্দ্রে আসছে। এটার মানে হল যে মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছিল তা দূরে সরিয়ে রেখে এখন গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য তাঁরা এগিয়ে আসছেন।'