শান্তনু পুরকাইত,দক্ষিন সুন্দরবনঃ গত বছর আমফানের ক্ষতির দগদগে ঘা শুকোতে না শুকোতে যশের প্রবল জলোচ্ছ্বাসে ক্ষতি হাজার হাজার পানের বরজ। এখন ক্ষতিপূরণের আশায় দিন গুনছেন পানচাষিরা। রাজ্য সরকারের পাঁচ হাজার টাকা ক্ষতিপূরনের ঘোষনায় সন্তুষ্ট নন সুন্দরবনবাসী । আমফানের পর চাষিদের উৎসাহ বাড়াতে সম্প্রতি কয়েকটি শিবিরও করা হয়েছিল পান চাষিদের নিয়ে। এছাড়াও এলাকায় পান সহ আমন ধান ও সবজি চাষেও প্রচুর ক্ষতি হয়েছে। ফলে কবে ঘুরবে আবার দক্ষিন সুন্দরবনের চাষ আবাদ সেদিকে তাকিয়ে চাষিরা ।
আরও খবরঃ http://anmnews.in/?p=216289 / http://anmnews.in/?p=216286
For more details visit anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm