নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার গোমতীতে ভোট দিলেন বিজেপি সাংসদ ও ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ভোট দিয়ে তিনি বলেন, 'আমরা কোনো নির্বাচনকে ছোট-বড় হিসেবে দেখি না। জনগণই সর্বশ্রেষ্ঠ এবং তাদের সম্মান করা আমাদের কর্তব্য। তারা ২০১৮ সালে আমাদের ক্ষমতা দিয়েছে এবং কোভিড সত্ত্বেও আমরা রাজ্যের সমস্ত ক্ষেত্রে কাজ করেছি। মানুষ এটা খুব ভালো করেই জানে'। এদিন বিরোধীদের নিশানা করে বিপ্লব দেব বলেন, 'দীর্ঘদিন ধরে অন্ধকারে ডুবে ছিল ত্রিপুরা। আজ তরুণরা আশাবাদী, মহিলাদের মুখে হাসি ফুটেছে এবং বয়স্করা বিজেপির প্রতি আস্থা দেখিয়েছে। মানুষ আজ তাদের নিজেদের ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত নিচ্ছে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আবারও রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বিজেপি।'