নিজস্ব সংবাদদাতাঃ আত্মসমর্পণ করল নকশাল মাদভি ভাগা। সুকমায় আত্মসমর্পণ করে মাদভি। জনমিলিশিয়া কমান্ডার ছিল মাদভি। ২০১৬ সালে নকশালদের সঙ্গে যুক্ত হয়েছিল সে সুকমার গভীর বনাঞ্চলে অবস্থিত দুব্বামারকা এলাকায় সম্প্রতি প্রতিষ্ঠিত একটি শিবিরে মোট ৩৩ জন নকশাল আত্মসমর্পণ করে। আত্মসমর্পণকারী নকশালদের মধ্যে ছিল দিরদো মুদা, হিদমা এবং ভাজাম হিডমা, যাদের বিরুদ্ধে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
Another Naxal Madvi Vaga who had Rs 1 lakh reward against him surrendered in Sukma. He was a Janmilitia Commander and had joined the Naxalism in 2016 and was active in Chintalnar and Jagargunda region.