নিজস্ব সংবাদদাতাঃ বাজেট নিয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, ' এই বাজেটে কয়েক লক্ষ কর্মীকে বঞ্চিত করা হয়েছে। ৩০ মিনিটে তৈরি বাজেট, কাঁচা কাজ হয়েছে। চা বাগানগুলি প্রমোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই বাজেটে রাজ্য পরিকাঠামোগত উন্নয়নের কথা বলা হয়নি। বাজেটে হোমগার্ড, জুনিয়ার কনস্টেবল, আশা কর্মী, চুক্তি ভিত্তিক কর্মীদের জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি। '