নিজস্ব সংবাদদাতাঃ নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল আঘাত হানার পর তিনজনের মৃতদেহ পাওয়া গেছে বলে সতর্ক করে দিয়ে সরকার বলেছে, ঝড়ের সবচেয়ে ভয়াবহ সময় পার হয়ে গেলেও আমরা এখনও বিপদমুক্ত নই। জরুরী ব্যবস্থাপনা মন্ত্রী কাইরান ম্যাকঅ্যানুল্টি বলেন, "ঝড়ের সময় একজন দমকলকর্মীর মৃতদেহ পাওয়া গেছে এবং হকস বে অঞ্চলে আরও দুজনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।" প্রতিরক্ষা বাহিনী, উদ্ধারকারী বাহিনী এবং বেসরকারী অপারেটররা হকস বে থেকে শত শত লোককে উদ্ধার করেছে। উত্তর হকস বে'র পুতোরিনোতে একটি ব্যাংক ধসে এক নারী নিহত হয়েছেন।