নিজস্ব সংবাদদাতাঃ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার ফিজির নাদিতে দ্বাদশ বিশ্ব হিন্দি সম্মেলনের উদ্বোধন করেন। ফিজির প্রেসিডেন্ট রাতু উইলিয়াম মাইভালেলি কাটনিভেরেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জয়শঙ্কর বলেন, "বুলা এবং নমস্তে ফিজি। দ্বাদশ বিশ্ব হিন্দি সম্মেলন নাদিতে শুরু হবে। উষ্ণ অভ্যর্থনার জন্য শিক্ষামন্ত্রী আসেরি রাদ্রোদ্রোকে ধন্যবাদ। সারা বিশ্বের হিন্দি প্রেমীদের সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছি।" উল্লেখ্য, আগামী ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি ফিজির নাদিতে ভারত ও ফিজি সরকার যৌথভাবে বিশ্ব হিন্দি সম্মেলনের আয়োজন করবে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের এটি প্রথম ফিজি সফর।