নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ ক্যারোলিনার সাবেক গভর্নর নিকি হ্যালিকে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নের জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রতিদ্বন্দ্বী হিসেবে ঘোষণা করা হয়েছে। ট্রাম্প প্রশাসনে দুই বছর জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন হ্যালি। বুধবার তিনি সাউথ ক্যারোলিনার চার্লসটনে ভাষণ দেবেন বলে জানা গেছে।