পঞ্চায়েত ভোটের আগে এবার খাদ্যমন্ত্রীর মুখে হুল-হুঁশিয়ারি

author-image
Harmeet
New Update
পঞ্চায়েত ভোটের আগে এবার খাদ্যমন্ত্রীর মুখে হুল-হুঁশিয়ারি

নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভোটের আগে এবার খাদ্যমন্ত্রীর মুখে হুল-হুঁশিয়ারি।কেউ যদি ভেবে থাকেন, তৃণমূল কংগ্রেস হাতে চুড়ি পরে আছে, ভুল করছে। যাঁরা হুল ফোটাতে আসছেন, তাঁদের বলি হুল ফোটাবেন না, তাহলে কিন্তু পাল্টা হুলটা আর সহ্য করতে পারবেন না।  মধ্যমগ্রামের কলুপাড়ায় সিপিএমের পাল্টা সভায় এভাবেই বামেদের হুঁশিয়ারি দিলেন খাদ্যমন্ত্রী তথা তৃণমূল বিধায়ক রথীন ঘোষ।