ধাবার ফ্রিজ থেকে মহিলার দেহ উদ্ধার

author-image
Harmeet
New Update
ধাবার ফ্রিজ থেকে মহিলার দেহ উদ্ধার


নিজস্ব সংবাদদাতাঃ
মর্মান্তিক দুর্ঘটনা ঘটল দিল্লিতে। মঙ্গলবার দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, উত্তম নগরের এক মহিলার দেহ উদ্ধার হয় নজফগড়ের মিত্রন গ্রামের উপকণ্ঠে অবস্থিত একটি ধাবায়। ওই ধাবার ফ্রিজে মহিলার দেহ রাখা ছিল। ইতিমধ্যে অভিযুক্ত সাহিল গেহলটকে গ্রেফতার করা হয়েছে ও আরও তদন্ত চলছে বলে জানানো হয়েছে দিল্লি পুলিশের তরফে।  জানা গিয়েছে, কাশ্মীরি গেট আইএসবিটি-র কাছে গাড়ির ভেতর মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। উত্তম নগরের একটি গ্রাম থেকে মেয়েটির দেহ উদ্ধার করা হয়।