নিজস্ব সংবাদদাতাঃ মহারাজা রঞ্জিত সিংয়ের মূর্তি ভাঙার অভিযোগ উঠল লাহোরে। তেহরিক-ই-লব্বাইক পাকিস্তান এর সদস্যরা এই ঘৃণ্য ঘটনা ঘটান বলে অভিযোগ উঠেছে। পাকিস্তানে লাহোর ফোর্টে মহারাজা রঞ্জিত সিংয়ের একটি মূর্তি রাখা ছিল। ঘোড়ায় সওয়ার মহারাজা। সেই ঘোড়া থেকেই উপড়ে ফেলা হয়েছে রঞ্জিত সিংয়ের অবয়ব। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। এর আগেও তেহরিক-ই-লব্বাইক পাকিস্তানের সদস্যরা এই মূর্তিতে ভাঙচুর চালায়। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে টুইট করে এই খবর জানানো হয়েছে। তীব্র সমালোচনাও করা হয়েছে এই ঘটনার। টুইটে লেখা হয়েছে, ‘ন্যক্কারজনক এই ঘটনা। একদল অশিক্ষিতের জন্য সত্যিই বিশ্বের দরবারে পাকিস্তানের মাথা নিচু হচ্ছে।’ এই মূর্তি উন্মোচনের দু’মাসের মধ্যেই তেহরিক-ই-লব্বাইকের দুই সদস্য সেখানে ভাঙচুর চালায়। পুলিশ তাদের গ্রেফতারও করে। প্রতিবন্ধীর ছদ্মবেশ নিয়ে ফোর্টের ভিতরে ঢুকেছিল ওই দু’জন। এরপর গত বছর ডিসেম্বরেও এই মূর্তিতে হামলা চলে। মূর্তিটির হাত ভেঙে দেওয়া হয়। দুষ্কৃতীদের সে সময় ধরে ফেলে স্থানীয় কয়েকজন। পুলিশ জানিয়েছে, ওই হামলাকারীদের দাবি, এই মূর্তি তাদের ধর্মের বিরোধী। কোনও মুসলিম দেশে কেন শিখ মহারাজার মূর্তি বসানো থাকবে তা নিয়েই ক্ষোভ রয়েছে তেহরিক-ই-লব্বাইকের। তাই বার বার তারা চেষ্টা করেছে মূর্তিটি ভাঙার।