নিজস্ব সংবাদদাতাঃ হরিয়ানায় গিয়ে কাশ্মীরের পুলওয়ামা হামলার স্মৃতিচারণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, '২০১৯ সালে পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হন। এই ৪০ জন অফিসারের নাম আমাদের দেশের প্রতিরক্ষা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি সমগ্র দেশের পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।' তিনি আরও বলেন, 'আজকের প্রয়োজনের কথা মাথায় রেখে এবং ভবিষ্যতে আসন্ন চ্যালেঞ্জগুলি মোকাবেলার দৃষ্টিভঙ্গি নিয়ে পুলিশ প্রযুক্তি মিশন চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় কনস্টেবল থেকে ডিজিপি পর্যন্ত সবাইকে প্রযুক্তিগত শিক্ষা দেওয়া হবে যাতে এটি অপরাধ সমাধানে ব্যবহার করা যায়।'