নিজস্ব সংবাদদাতাঃ পানামার নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, দারিয়ান গ্যাপের বিপজ্জনক জঙ্গল দিয়ে অনিয়মিতভাবে প্রবেশ করা মার্কিন অভিবাসীদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে পানামা সরকার। গত সপ্তাহের শেষের দিকে পানামা সরকারকে পাঠানো জাতিসংঘের একটি নথিতে অভিযোগ করা হয়েছে যে দেশটির কর্মকর্তারা দারিয়ান সীমান্ত অতিক্রমকারী অভিবাসীদের যৌন নিপীড়ন করেছে। ওই নথিতে অভিবাসন চেকপয়েন্টে জোরপূর্বক শ্রম ও স্বাধীনতা বঞ্চিতদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। পানামার নিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে কলম্বিয়া থেকে মধ্য আমেরিকায় প্রবেশকারী অভিবাসীদের সহায়তা করার জন্য পানামার এজেন্সি এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মানবিক কাজকে "দুর্বল" করার চেষ্টা বলে অভিযোগ "কঠোর ভাষায়" প্রত্যাখ্যান করেছে। মন্ত্রণালয় বলেছে, সরকার 'প্রাসঙ্গিক তদন্ত' করবে।