নিজস্ব সংবাদদাতাঃ তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পে আহত অন্তত ১৯ হাজার ৩০০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৩ হাজার ৬৩৬ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কমপক্ষে ৮ হাজার ৮৫১ জন রোগীর অস্ত্রোপচার করতে হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনকে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে।