রাশিয়ার ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করলেন মলদোভার প্রেসিডেন্ট

author-image
Harmeet
New Update
রাশিয়ার ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করলেন মলদোভার প্রেসিডেন্ট

নিজস্ব সংবাদদাতাঃ সোমবার মলদোভার প্রেসিডেন্ট অভিযোগ করেন, রাশিয়া তার ক্ষুদ্র দেশের নেতৃত্ব কেড়ে নিতে, ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়া বন্ধ করতে এবং ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বিদেশি নাশকতাকারীদের ব্যবহারের পরিকল্পনা করছে।মলদোভার প্রেসিডেন্ট বলেন, "এই পরিকল্পনায় রাশিয়া, মন্টিনিগ্রো, বেলারুশ এবং সার্বিয়ার নাগরিকরা মলদোভায় প্রবেশ করে বৈধ সরকারকে রাশিয়ান ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত একটি অবৈধ সরকারে রূপান্তরিত করার প্রয়াসে বিক্ষোভ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে।" মলদোভার প্রেসিডেন্ট সান্ডু বলেন, "মলদোভায় সহিংসতা আনার ক্রেমলিনের প্রচেষ্টা সফল হবে না। আমাদের মূল লক্ষ্য নাগরিক ও রাষ্ট্রের নিরাপত্তা। আমাদের লক্ষ্য দেশে শান্তি ও জনশৃঙ্খলা বজায় রাখা।"