পৌরপ্রধানের কাছে জমা পড়ল স্বাস্থ্যকর্মীদের ডেপুটেশন

author-image
Harmeet
New Update
পৌরপ্রধানের কাছে জমা পড়ল স্বাস্থ্যকর্মীদের ডেপুটেশন

দিগ্বিজয় মাহালী, মেদিনীপুর: একাধিক দাবিতে সোমবার মেদিনীপুর পৌরসভায় বিক্ষোভ দেখাল পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী (কন্ট্রাকচুয়াল) ইউনিয়ন। অবসরকালীন সময়সীমা ৬৫ বছর ও অবসরকালীন ভাতা ৫ লক্ষ টাকা, পৌর স্বাস্থ্য কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি, পেনশন-পিএফ-গ্র্যাচুয়িটি চালু করা, নির্দিষ্ট বেতন ও ভাতা বৃদ্ধি করা সহ একাধিক দাবিতে শ্রমিক সংগঠন AIUTUC অনুমোদিত মেদিনীপুর শাখার উদ্যোগে পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান-এর কাছে ডেপুটেশনও দেওয়া হয়। সংগঠনের জেলা নেত্রী তনুজা সিংহ বলেন, "পৌর এলাকায় সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে পৌর স্বাস্থ্য কর্মীরা অমানুষিক কাজ করলেও আজও আমাদের সরকারি কর্মচারীর মর্যাদা দেওয়া হয় না। নামমাত্র ভাতায় কাজ করতে হয়। উপরন্তু কেন্দ্র ও রাজ্য, স্বাস্থ্য সম্পর্কিত কাজের বহির্ভূত নানান কাজ চাপিয়ে দেওয়া হয়।" দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।