শিলিগুড়ি পৌরনিগমে বিক্ষোভ বামেদের

author-image
New Update
শিলিগুড়ি পৌরনিগমে বিক্ষোভ বামেদের

সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: আট দফা দাবি নিয়ে শিলিগুড়ি পৌরনিগমে বিক্ষোভ বামেদের। দীর্ঘ কয়েক ঘন্টা ধরে বামফ্রন্টের কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন।এই বিক্ষোভ প্রদর্শনে উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরনিগমের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য্য, সি.পি.আই.এম নেতা জীবেশ সরকার প্রমুখ। অশোক ভট্টাচার্য্য বলেন, "দীর্ঘদিন ধরে পৌরনিগমের মেয়াদ ফুরিয়ে গেলেও নির্বাচন করছে না রাজ্য সরকার। পৌরনিগমের প্রশাসক মন্ডলির চেয়ারম্যান বসিয়ে দিয়ে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে রাজ্য সরকার। এছাড়াও পৌরনিগমের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষের ভাতা না দিয়ে ঝাঁচকচকে করা হচ্ছে পৌরনিগম। এখন হলুদ কার্ড দেখিয়ে গেলাম। এরপর দাবি না-মানা হলে লাল কার্ড দেখাব।" অন্যদিকে অশোক ভট্টাচার্য্যকে কটাক্ষে করে পৌরনিগমের প্রশাসক মন্ডলির সদস্য রঞ্জন সরকার বলেন, "অশোক ভট্টাচার্য্যকে অনেক আগেই সাধারণ মানুষ লাল কার্ড দেখিয়েছে। সেই ব্যাক্তির মুখে লাল,হলুদ কার্ডের কথা মানায় না।"