ইসরায়েলের কর্মকাণ্ড আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য হুমকি: আরব নেতারা

author-image
Harmeet
New Update
ইসরায়েলের কর্মকাণ্ড আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য হুমকি: আরব নেতারা

নিজস্ব সংবাদদাতাঃ ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা বেড়ে যাওয়ায় জেরুজালেম ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি পদক্ষেপ আঞ্চলিক অস্থিরতা আরও খারাপ করতে পারে বলে সতর্ক করেছেন আরব ও ইসলামিক দেশগুলোর নেতারা। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ অনেক পররাষ্ট্রমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা কায়রোতে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন। জেরুজালেম এবং প্রতিবেশী ইসরায়েলি অধিকৃত অঞ্চলে কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী লড়াইয়ের মধ্যে এই উচ্চ পর্যায়ের সমাবেশ অনুষ্ঠিত হয়। জানা গিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এবং ফিলিস্তিনিরা ইসরায়েলের ১০ জনকে হত্যা করেছে। বৈঠকে বক্তারা জেরুজালেম ও পশ্চিম তীরে ইসরায়েলের 'একতরফা পদক্ষেপের' নিন্দা জানিয়ে বাড়িঘর ধ্বংস ও বসতি সম্প্রসারণসহ বিভিন্ন বিবৃতি দেন।