নিজস্ব সংবাদদাতাঃ স্পেনের রাজধানী মাদ্রিদের স্বাস্থ্যসেবা রক্ষণাবেক্ষণের বিরুদ্ধে আঞ্চলিক সরকারের সবচেয়ে বড় বিক্ষোভের অংশ হিসেবে রবিবার মাদ্রিদের রাস্তায় হাজার হাজার স্প্যানিশ নাগরিক জড়ো হয়েছে। স্পেনের কেন্দ্রীয় সরকার জানিয়েছে, শহরের কেন্দ্রস্থলে আড়াই লাখেরও বেশি মানুষ সমাবেশ করেছে। বিক্ষোভকারীরা বলেন, "স্বাস্থ্যের অধিকার একটি মানবাধিকার।স্বাস্থ্য সেবাকে রক্ষা করুন"। মাদ্রিদ অঞ্চলের রক্ষণশীল নেতৃত্বাধীন সরকার কর্তৃক জনস্বাস্থ্য সেবা ব্যবস্থা ভেঙে দেওয়ার ঘটনায় উদ্বিগ্ন বামপন্থী দল, ইউনিয়ন এবং সাধারণ নাগরিকদের সমর্থনে এই বিক্ষোভের নেতৃত্ব দেয় স্বাস্থ্যকর্মী সংগঠনগুলো।