ভূমিকম্পে উত্তর সাইপ্রাসের হাই স্কুল ভলিবল দলের শেষ সদস্য নিহত

author-image
Harmeet
New Update
ভূমিকম্পে উত্তর সাইপ্রাসের হাই স্কুল ভলিবল দলের শেষ সদস্য নিহত

নিজস্ব সংবাদদাতাঃ উত্তর সাইপ্রাসের একটি শহরে স্কুল ভলিবল টুর্নামেন্ট খেলতে যাওয়ার সময় গত সপ্তাহে ভূমিকম্পে নিহত ২৪ শিশুসহ ৩৯ জনের মধ্যে শেষ সদস্যকে কবর দেওয়া হয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর আদিয়ামানে একটি হোটেল ধসে পড়ে ১১ থেকে ১৪ বছর বয়সী শিশু, ১০ জন অভিভাবক, চারজন শিক্ষক ও একজন প্রশিক্ষক নিহত হয়েছেন। তুর্কি সাইপ্রিয়ট নিয়ন্ত্রিত উত্তর সাইপ্রাসের ফামাগুস্তার তুর্কি মারিফ কলেজের দলটি তাদের প্রশিক্ষক, শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে একটি ম্যাচ দেখতে আদিয়ামানে গিয়েছিল। গত সোমবার ভোরে তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে তারা আটকে পড়ে।