চুলের যত্নে ব্যবহার করুন টি-ট্রি ওয়েল

author-image
Harmeet
New Update
চুলের যত্নে ব্যবহার করুন টি-ট্রি ওয়েল

​নিজস্ব সংবাদদাতাঃ  স্ক্যাল্পে ফাঙ্গাল ইনফেকশনের জন্য অনেক সময় চুলের বৃদ্ধি ব্যাহত হয়। চুল পড়ে যায়। তাই ভাল চুলের জন্য এবং হেয়ার গ্রোথের জন্য স্ক্যাল্পের স্বাস্থ্য ঠিক থাকাও প্রয়োজন। এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে টি ট্রি অয়েল। টি ট্রি অয়েলের অ্যান্ট ব্যাকটেরিয়াল ফর্মুলা স্ক্যাল্পকে পরিষ্কার করে। তাকে স্বাস্থ্যকর রাখে। তেল আপনার চুলকে পুষ্টি জোগায়। শীত হোক বা গ্রীষ্ম, স্ক্যাল্পে নানা রকম ফাঙ্গাল ইনফেকশন হতেই থাকে। শীতে খুশকির সমস্যা বাড়ে। গরমে স্ক্যাল্পে ঘাম জমে চুলকানি বা ব়্যাশ হয়। এই সব সমস্যাই সমাধান করে টি ট্রি অয়েল। এই টি ট্রি এসেনশিয়াল অয়েল মাথার ত্বককে আর্দ্র করে ও খুশকির সমস্যা দূর করে। একইসঙ্গে যে কোনও ব়্যাশও প্রতিরোধ করে। আপনি যে শ্যাম্পু ব্যবহার করেন, তার সঙ্গে দুই এক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। তা স্ক্যাল্পে ভালভাবে লাগিয়ে নিন। শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে আপনার স্ক্যাল্প ভাল থাকবে। হেয়ার গ্রোথও ভাল হবে।