বাড়িতেই বানিয়ে নিন আপনার পছন্দের রুম ফ্রেশনার

author-image
Harmeet
New Update
বাড়িতেই বানিয়ে নিন আপনার পছন্দের রুম ফ্রেশনার

​নিজস্ব সংবাদদাতাঃ  বর্ষায় ঘরে ভ্যাপসা গন্ধ হবেই। সারা রাত যদি জানলা বন্ধ থাকে, সকাল হলে ঘরে একটা গন্ধ তো হয়েই থাকে। কিন্তু কিছু করার নেই। বর্ষা বলে এই ঘরে গন্ধের সমস্যা একটু বেশি, অন্যান্য সময়েও এরকম গন্ধ থাকে। ঘরে সুগন্ধির জন্য আমরা বাজার চলতি অনেকরকম এয়ার ফ্রেশনার কিনে আনি। কোনও কোনওটির দামও বেশি হয়। তার থেকে বরং আপনি ঘরেই আপনার পছন্দের এয়ার ফ্রেশনার বানিয়ে নিতে পারেন। বাড়িতে রুম ফ্রেশনার কীভাবে বানাবেন, তারই টিপস দিচ্ছি আমরা। 

রোজ রুম ফ্রেশনারঃ-

আপনার প্রয়োজন

  • শুকনো গোলাপের পাপড়ি
  • শুকনো রোজমেরি
  • শুকনো মশলা
  • আপনার পছন্দমতো যে-কোনও এসেনশিয়াল অয়েল
  • এলাচ দানা  

গোলাপের পাপড়ি নিন। একটি বাটিতে ঢেলে নিন। এবার তার সঙ্গে এলাচের দানা, শুকনো মশলা যেমন স্টার অ্যানিজ, দারচিনি ইত্যাদি মেশান। সবশেষে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে দিন। ভাল করে মিশিয়ে নেবেন। আপনার রুম ফ্রেশনার (diy room freshener) তৈরি।