দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর: মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু হলো মঙ্গলবার জঙ্গলমহলের 6 জন ছাত্রছাত্রীর হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার মধ্যে দিয়ে। ইতিমধ্যেই আবেদন করেছে 349 জন ছাত্র-ছাত্রী। ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের মানুষকে যে, তিনি তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরে এলে গরীব দুঃস্থ এবং যারা টাকার জন্য পড়তে পারছে না এরকম ছাত্র-ছাত্রীদের 10 লক্ষ টাকা লোন দেওয়া হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড-এর মধ্য দিয়ে। সেই প্রতিশ্রুতি মত ক্ষমতায় বসার পরে মুখ্যমন্ত্রী কাজ শুরু করেন এবং ক্ষমতায় বসার তিন মাসের মধ্যেই শুরু করে দেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এই স্টুডেন্ট কার্ডে মোট 10 লক্ষ টাকা পর্যন্ত লোন পাবেন ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য। মূলতঃ যেসব মেধাবী ছাত্র-ছাত্রী টাকার অভাবে মাঝপথেই পড়াশোনা বন্ধ করে দিতে বাধ্য হয় তাদের জন্য এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডে 10 লক্ষ টাকা সর্বোচ্চ লোন দেওয়া হয়।