সমুদ্র বক্ষে সামরিক জাহাজকে অভিনব শ্রদ্ধাঞ্জলি ভারতীয় নৌবাহিনীর

author-image
Harmeet
New Update
সমুদ্র বক্ষে সামরিক জাহাজকে অভিনব শ্রদ্ধাঞ্জলি ভারতীয় নৌবাহিনীর

নিজস্ব সংবাদদাতাঃ ১৯৭১ সালের যুদ্ধ চলাকালীন সমুদ্রে ডুবে গিয়েছিল 'আইএনএস খুকরী'। ভারতীয় নৌবাহিনী রবিবার সমুদ্রের নীচে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আইএনএস খুকরী এবং তার ক্রুদের আত্মত্যাগের প্রতি অনন্য শ্রদ্ধা নিবেদন করেছে। ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী দেশরক্ষার জন্য সবকিছু বাজি রেখেছিল। অগণিত সৈন্য দেশ রক্ষায় তাদের জীবন উৎসর্গ করেছে। এই যুদ্ধে ভারতীয় নৌবাহিনী অদম্য সাহস ও সাহসিকতার পরিচয় দেয়। নৌবাহিনীর জাহাজগুলি শত্রুর অবস্থাকে শোচনীয় করে তুলেছিল। তবে এই যুদ্ধের সময় ভারতীয় নৌবাহিনীর আইএনএস খুকরী ১৮ জন কর্মকর্তাসহ ১৭৬ জন নাবিক নিয়ে ডুবে যায়। এতে কমান্ডিং অফিসার ক্যাপ্টেন মহেন্দ্র নাথও ছিলেন।