নিজস্ব সংবাদদাতাঃ কম-বেশি সকলেরই চকোলেট খুব পছন্দের। এক কামড়েই মন-প্রাণ যেন জুড়িয়ে যায়। তবে আপনি কি জানেন, ত্বকের যত্নেও ডার্ক চকোলেটের জুড়ি মেলা ভার। কারণ, এতে উপস্থিত polyphenols এবং ফ্লেবোনয়েড ত্বকের ভিতরে জমে থাকা টক্সিক উপাদানগুলিকে নিমেষে ধ্বংস করে দেয়। ফলে ত্বকের জেল্লা বাড়তে সময় লাগে না। নিয়মিত চকোলেট ফেসপ্যাক লাগাতে শুরু করলে মেলে আরও অনেক উপকার। যেমন- ত্বকের বয়স কমে, atopic dermatitis-এর মতো রোগের চিকিৎসায় কাজে আসে এবং স্কিন অ্যালার্জির প্রকোপ কমতে একেবারেই সময় লাগে না। নানা ধরনের চকোলেট ফেসপ্যাক আজকাল কিনতে পাওয়া যায়। কিন্তু আপনি তা সহজেই বাড়িতেও তৈরি করে ফেলতে পারেন।