নিজস্ব সংবাদদাতাঃ বিউটি ইন্ডাস্ট্রিতে প্রতিদিন নতুন নতুন প্রোডাক্ট আসছে। সেগুলো বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছে। কয়েকটি নতুন প্রোডাক্ট তো আমাদের স্কিনকেয়ার রুটিনে স্থায়ী জায়গা বানিয়ে নিয়েছে। বেশ কয়েকটি কে-বিউটি ব্র্যান্ড ভারতীয় গ্রাহকদের কাছে পরিচিত হয়েছে। সেগুলি জনপ্রিয়ও হয়ে উঠেছে। অনেক কে-বিউটি ব্র্যান্ড ক্যারট সিড অয়েলকে তাদের বিভিন্ন প্রোডাক্টে যোগ করেছে। এরপর থেকেই এই ক্যারট সিড অয়েল যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। ক্যারট সিড অয়েলের উপকারিতা অনেক। ত্বকের যত্নে এর ভূমিকা তো আছেই, এমনকী আপনার মনকেও শান্ত রাখে। তাই ক্যারট সিড অয়েলকে ২০২১-এর ‘গেম চেঞ্জার’ মনে করছে অনেক বিশেষজ্ঞই।
কী কী উপকার পাবেনঃ-
১। ত্বকের তারুণ্য বজায় রাখে – ক্যারট সিড অয়েলে আছে অ্যান্টি অক্সিড্যান্টস। যা আপনার ত্বকে সহজেই বার্ধক্যের ছাপ পড়তে দেয় না। এমনকী রোদ থেকে বাঁচায়। ত্বকের তারুণ্য বজায় রাখে।
২। ত্বকের প্রাকৃতিক জেল্লা বজায় থাকে – এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। যা ত্বকের কোষকে স্বাস্থ্যকর রাখে। নিয়মিত এই তেল লাগালে আপনার ত্বক স্বাস্থ্যকর থাকে। ত্বকের আর্দ্রতা বজায় থাকে।
৩। অ্যান্টি ইনফ্ল্যামেটরি – ক্যারট সিড অয়েলে আছে অ্যান্টি – ইনফ্ল্য়ামেটরি উপাদান। যা ত্বকের লাল ভাব ও অস্বস্তি কমাতে সাহায্য করে। অ্যাকনের সমস্যাও সমাধান করে। এটি আপনার ত্বককে ভাল রাখে। ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা অনেকাংশেই কম করে।