উপবাস করে শিবের মাথায় জল ঢালার আগে জেনে নিন খুঁটিনাটি

author-image
Harmeet
New Update
উপবাস করে শিবের মাথায় জল ঢালার আগে জেনে নিন খুঁটিনাটি

নিজস্ব সংবাদদাতা : সামনেই মহাশিবরাত্রি। ভক্তদের অনেকেই উপবাস করবেন। রাত জেগে পুজো করবেন মহাদেবের। শিবরাত্রির একদিন আগে সাত্বিক ভোজন করা হয়ে থাকে। শিবরাত্রিতে সূর্যোদয়ের ২ ঘণ্টা আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠে পড়তে হয়।তারপর স্নান করে পরিষ্কার কাপড় পরতে হয়। এরপর সংকল্প করতে হয় পুজো ও উপবাসের। হাতে অখণ্ড চাল ও জল নিয়ে সংকল্প করা উচিত।অসুস্থ ব্যক্তিরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উপবাস রাখবেন। 


মহাদেবের মাথায় জল ঢালার সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে যান।সন্ধ্যায় শিবপুজো করার আগে ফের স্নান করা উচিত। নিশীত কালের শিব পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। পরের দিন সকালে স্নান করার পর উপবাস ভঙ্গ করা উচিত।পুজোয় মহাদেবকে দুধ, ধুতুরা, বেল পাতা, চন্দন, দই, মধু, ঘি, চিনি অর্পণ করা উচিত।