নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরালীধরনের বাসভবনে পাথর ছোড়ার ঘটনায় এবার একজনকে গ্রেফতার করেছে তিরুবনন্তপুরম পুলিশ। ধৃত ব্যক্তির নাম মনোজ (৪৫)।
/)
উল্লেখ্য, গত বৃহস্পতিবার উল্লুরে কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরালীধরনের বাড়ির একটি জানালায় পাথর ছুড়ে ভাঙচুর করা হয়। আরও তদন্ত চলছে।