শিবরাত্রির আগে জেনে নিন, গাছ থেকে কীভাবে ছিঁড়বেন বেলপাতা?

author-image
Harmeet
New Update
শিবরাত্রির আগে জেনে নিন, গাছ থেকে কীভাবে ছিঁড়বেন বেলপাতা?

নিজস্ব সংবাদদাতা : মহাদেবকে বেলপাতা অর্পণের যেমন নিয়ম রয়েছে তেমনই গাছ থেকে বেলপাতা ছেঁড়ারও নির্দিষ্ট নিয়ম রয়েছে। গাছ থেকে বেল পাতা ছেঁড়ার সময় ভগবান শিবকে স্মরণ করে নিন। আর সবার আগে প্রণাম করে নিন বেল গাছকে।



 চতুর্থী, অষ্টমী, নবমী তিথি, প্রদোষ ব্রত, শিবরাত্রি, অমাবস্যা এবং সোমবার বেলপাতা ছিঁড়বেন না। ভগবান শিবকে বেলপাতা নিবেদন করতে চাইলে তা একদিন আগে  ছিঁড়ে নিন গাছ থেকে।বেল গাছের গোটা ডাল ছিঁড়বেন না কখনও।