হরি ঘোষ, জামুড়িয়া: অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযানে নামল ইসিএল কর্তৃপক্ষ। ইসিএল-এর নিঘা কোলিয়ারি এলাকায় এই অভিযান চালানো হয়। নিঘা কোলিয়ারির ডেপুটি ম্যানেজার পার্সোনেল অজিত কুমার মজুমদার-এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। ওই এলাকার সমস্ত অবৈধ বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। ইসিএল আধিকারিক অজিত কুমার মজুমদার জানান, “অবৈধ বিদ্যুৎ সংযোগের ফলে নিঘা কোলিয়ারিকে প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। অবৈধ সংযোগের ফলে ট্রান্সফর্মার উপর প্রচুর চাপ পড়ছে। মাঝেমধ্যেই ট্রান্সফরমার বিকল হয়ে যায়। যার ফলে কোলিয়ারি শ্রমিকদেরও প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়।“ এই অভিযানে অজিত কুমার মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন নিঘা কোলিয়ারির সুরক্ষা আধিকারিক আশুতোষ শর্মা, মনোজকুমার চৌবে, উমেশ ভাগবত প্রমুখ।