আদানি ইস্যুতে সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ মল্লিকার্জুন খাড়গের

author-image
Harmeet
New Update
আদানি ইস্যুতে সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ মল্লিকার্জুন খাড়গের


নিজস্ব সংবাদদাতা: আদানি ইস্যুতে সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন মল্লিকার্জুন খাড়গে। 

Mallikarjun Kharge: వాజ్‌పేయీ మాటలు ఇంకా రికార్డుల్లోనే..': ప్రసంగ పదాల  తొలగింపుపై ఖర్గే

তিনি বলেন, "যে ব্যক্তির সম্পদ ২০১৯ সালে ১ লক্ষ কোটি টাকা ছিল, ২.৫ বছরে তা ১৩ লক্ষ কোটি টাকা হয়ে গিয়েছে। সারা দেশের সম্পদ এক হাতে চলে গিয়েছে। বিষয়টি আমরা সংসদে উত্থাপন করেছি। উত্তর দেওয়ার পরিবর্তে, তারা (সরকার) এটিকে অসংসদীয় বলেছে"।