নিজস্ব সংবাদদাতাঃ প্রবল ভূমিকম্পের জেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তুরস্ক। প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে। বিভিন্ন দেশ থেকে প্রতিনিয়ত আসছে সাহায্য। ভারতও তাদের বন্ধুকে সাহায্যের উদ্দেশ্যে এনডিআরএফের টিম পাঠিয়েছে তুরস্ক এবং সিরিয়াতে। তুরস্কে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জানিয়েছেন, "ইতিমধ্যে পাঁচটি সি-১৭ বিমান তুরস্কে পৌঁছেছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং চিকিৎসা, ত্রাণ সরবরাহের কাজ চলছে। এনডিআরএফ-এর ১০১ জন সদস্য গাজিয়ানটেপে উদ্ধার অভিযান চালাচ্ছে।"