নিজস্ব সংবাদদাতাঃ আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসআইএস ও আল-কায়েদার সঙ্গে যুক্ত সন্দেহভাজন কয়েকজনের বিরুদ্ধে শনিবার মুম্বই ও বেঙ্গালুরুর একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সন্ত্রাসী কর্মকাণ্ড ছড়িয়ে দিতে এবং দেশের ঐক্য, নিরাপত্তা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার ষড়যন্ত্রের সঙ্গে এই অভিযানের যোগসূত্র রয়েছে বলে জানা গেছে। তল্লাশির সময় সন্দেহভাজনদের বাড়ি থেকে ডিজিটাল ডিভাইস এবং অপরাধমূলক নথি বাজেয়াপ্ত করা হয়েছে।