নিজস্ব সংবাদদাতাঃ সাইপ্রাসের উত্তর উপকূলে ভেসে আসা বেশ কয়েকটি মৃত তিমি সম্ভবত তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের ফলে মারা গেছে বলে জানা গিয়েছে। সাইপ্রাসের মৎস্য বিভাগের কর্মকর্তা ইয়ানোস আয়ানোউ বলেন, "বিরল প্রজাতির কুভিয়ার্স বিকড তিমি পলিস ক্রিসোকাস শহরের পূর্ব তীরে ভেসে এসেছে। ভেসে আসা তিমিগুলোর মধ্যে দুটি এখনো জীবিত ও অক্ষত রয়েছে।" তুরস্কের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা উত্তরাঞ্চলীয় সমুদ্র সৈকতে আরও তিনটি তিমির সন্ধান পাওয়া গেছে বলে জানা গেছে।আয়ানোউ বলেন, "ভূমিকম্পের প্রভাবে ওই অঞ্চলের বাস্তুতন্ত্রে তিমির মৃত্যু হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।"