সরকারি গাছ কেটে পার্টি অফিস তৈরী করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

author-image
Harmeet
New Update
সরকারি গাছ কেটে পার্টি অফিস তৈরী করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ সরকারি গাছ কেটে পার্টি অফিস তৈরী করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডুঁয়া ১০/১ অঞ্চলের ঝাঁঝিয়া এলাকায়। বিজেপির অভিযোগ সরকারি গাছে কেটে তৃণমূলের নেতারা পার্টি অফিস তৈরী করছে। আর সেই খবর থানায় পৌঁছাতেই ঘটনাস্থলে উপস্থিত হয় ডেবরা থানার পুলিশ ও বন দপ্তরের আধিকারিকরা। কাটা গাছগুলোকে বাজেয়াপ্ত করেছে ডেবরা থানা পুলিশ। এই বিষয়ে বিজেপি নেতা কাশিনাথ বোস বলেন, "পার্টি অফিস সব দলের কাছে একটা পবিত্র মন্দির, চুরি করা গাছে পার্টি অফিস তৈরী করতে গিয়ে পবিত্র জায়গা অপবিত্র হয়ে গেছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তির দাবী করছি।" অপরদিকে তৃণমূল ব্লক সভাপতি বিবেকানন্দ মুখার্জি বলেন, "এই গাছগুলো পঞ্চায়েত সমিতি ও অঞ্চলের লাগানো। অঞ্চল অফিসের কাজের জন্য কয়েকটা গাছ কাটা হয়েছিল। কোনো পার্টি অফিস করার জন্য নয়। পঞ্চায়েত সমিতি ও অঞ্চলের অধিকার আছে গাছগুলোকে কাজে লাগানোর।"