নিজস্ব সংবাদদাতাঃ বিচ্ছিন্নতাবাদীদের সহিংসতায় বিপর্যস্ত ক্যামেরুনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুক্রবার কলা বাগানের অন্তত পাঁচ শ্রমিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ক্যামেরুন ডেভেলপমেন্ট কর্পোরেশনের (সিডিসি) কর্মীদের বহনকারী একটি ট্রাকে গুলি চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা, যা দেশের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন কৃষি-শিল্প সংস্থা, যার কর্মীরা এর আগে একটি স্বাধীন রাষ্ট্রের জন্য লড়াই করা অ্যাংলোফোন সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্যবস্তু ছিল। ক্যামেরুন এগ্রিকালচারাল অ্যান্ড অ্যালাইড ওয়ার্কার্স ট্রেড ইউনিয়নের (সিএএডব্লিউওটিইউ) সভাপতি গ্যাব্রিয়েল এমবেন ভেফঙ্গে জানান, স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে টিকো শহরের কাছে শ্রমিকদের কাজ শেষ হওয়ার পর এ হামলা চালানো হয়।