নিজস্ব সংবাদদাতাঃ ফের বিজেপির মিছিলকে ঘিরে ধুন্ধুমার। মঙ্গলবার শান্তনু ঠাকুরের নেতৃত্বে 'শহিদ সম্মান যাত্রা' কর্মসূচি ছিল বিজেপি-র। আর সেই কর্মসূচিতে অংশও নেন শান্তনু। এরপর বিরাটি ক্রসিংয়ের কাছ থেকে 'শহিদ সম্মান যাত্রা' শুরু করেন বনগাঁর সাংসদ। এদিন তাঁর সঙ্গে অনেক দলীয় নেতা কর্মী হাজির ছিলেন। গেরুয়া শিবিরের অভিযোগ, পুলিশ বিরাটি ক্রসিংয়ের কাছেই শান্তনু-সহ তাঁর দলের কর্মীদের আটকে দেন। আর তা নিয়ে কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। আটক হন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার ও ৫ বিধায়ক।