নিজস্ব সংবাদদাতাঃ চিন, পাকিস্তানের পর এবার তালিবান শাসনকে সমর্থন করল রাশিয়া। রাশিয়ার দাবি অনুযায়ী, বিগত প্রশাসনের তুলনায় প্রথম ২৪ ঘণ্টায় কাবুলকে নিরাপদ করেছে তালিবানরা। এদিকে আন্তর্জাতিক মহলে রাশিয়াকে ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক।
এক রুশ রাষ্ট্রদূত বলেন, 'আমি অভিভূত। তালিবানদের ব্যবহার ভালো, ইতিবাচক এবং পেশাদারিত্বে ভরপুর। কাবুল শহরের পরিস্থিতি এখন অনেকটাই ভালো। শান্তি রয়েছে শহরে। প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ ঘানির তুলনায় তালিবানের হাতে কাবুল অনেকটাই সুরক্ষিত।'