'জাতীয় নিরাপত্তায় আপস নয়': পেগাসাস শুনানিতে শীর্ষ আদালত

author-image
New Update
'জাতীয় নিরাপত্তায় আপস নয়': পেগাসাস শুনানিতে শীর্ষ আদালত

নিজস্ব প্রতিনিধি: সরকার আজ বলেছে যে পেগাসাস স্পাইওয়্যার কেলেঙ্কারির পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে সুপ্রিম কোর্ট যখন আবেদনের শুনানি করছে তখন তাদের "আদালতের কাছ থেকে লুকানোর কিছু নেই"। আদালত কেন্দ্রকে নোটিশ জারি করে বলেছে, ইজরায়েলি স্পাইওয়্যার ফোনে ব্যবহার করা হয়েছে এমন অভিযোগের বিষয়ে সরকারের জবাব দেওয়া উচিত। তিনি আরও বলেন, কেন্দ্রের প্রতিক্রিয়া পাওয়ার পরেই তারা অভিযোগের তদন্তের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেবে।

"আমরা চাই না যে জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোস করা হোক, কিন্তু দাবি করা হয়েছে বিভিন্ন ব্যক্তির ফোনে আড়িপাতা হয়েছে। কেবল মাত্র সঠিক কর্তৃপক্ষই এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে পারে," বলেন বিচারপতি সূর্যকান্ত।